নেদারল্যান্ডে বাস করা
[adinserter block="1"]

Quora.com –এ প্রশ্ন করা হয়েছিল, নেদারল্যান্ডে বাস করা কতটা খারাপ হতে পারে?
এর একটি চমৎকার উত্তর দিয়েছেন-  Bas Leijser :

নেদারল্যান্ড হলো পৃথিবীর মাঝে একটি নরকের মত।

* আমাদের এমন একটি গ্রাম আছে, যেখানে চলাচলের কোনো সড়কই নেই। হ্যাঁ, সত্যি বলছি, এই একবিংশ শতকেও আমাদের সেই গ্রামটিতে কোনো সড়কই নেই।

নেদারল্যান্ড গ্রাম

 

* বর্ণান্ধ মানুষদের প্রতি আমরা একেবারেই হৃদয়হীন।

colorblind

 

* ফরাসিদের মতই আমাদের কোনোরূপ ঐতিহাসিক দুর্গ নেই যা কাউকে আকৃষ্ট করবে।

historic

 

* বন্যপ্রাণীরা এখানে খুব সহজেই হারিয়ে যেতে পারে, কারণ এখানে তাদের আবাসস্থলের কোনোরূপ সীমা-পরিসীমা নেই।

wild animal

 

* সড়কপথ হঠাৎ পানির নিচে হারিয়ে যেতে পারে। সড়কের মাঝ দিয়ে যেন নদী বেশ স্বাচ্ছন্দ্যে বয়ে যেতে পারে, সেদিকটায় আমরা বেশ সচেতন বলেই মাঝেমাঝে সড়কের এমন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

নেদারল্যান্ড সড়কপথ

 

* যদি আপনি নেদারল্যান্ডে সমুদ্রপথে আসেন, তবে আমরা বলব, “দুঃখিত, আজকের জন্যে আমাদের গেইট বন্ধ। এখন আপনি দয়া করে ফিরে যান।”

নেদারল্যান্ডে সমুদ্রপথ

 

* আমাদের এমন বাড়িঘরও আছে, যা পানিতে ভেসে থাকে। এসবের মধ্যে এমন কিছু বাড়িঘর আছে, যা এক শহর থেকে অন্য শহরে ভেসে চলে। তাই আপনার সাথে আপনার ঘরের চাবি থাকলেও যে কোনো মুহূর্তেই আপনি পুরো বাড়িটি হারিয়ে ফেলতে পারেন।

নেদারল্যান্ডে বাড়িঘর পানিতে ভেসে থাকে

 

* আমাদের খাবারগুলো খুবই বাজে ধরনের।

নেদারল্যান্ডের খাবার

 

* আমাদের শহরগুলোর পারিপার্শ্বিক অবস্থা খুবই নাজুক এবং আমাদের কোনো আকর্ষণীয় স্থাপত্য নেই।

নেদারল্যান্ডের আকর্ষণীয় স্থাপত্য

* চমৎকার জাদুঘর এবং বিখ্যাত চিত্রশিল্পীরও বেশ অভাব রয়েছে আমাদের।

নেদারল্যান্ডের চমৎকার জাদুঘর

* সাইক্লিস্টরা এখানে তেমন পাত্তা পায় না। এবং তাদের জন্যে বাইসাইকেল হাইওয়ের মত কোনোরূপ বিশেষ সুবিধাও আমরা রাখিনি।নেদারল্যান্ডের বাইসাইকেল হাইওয়ের অভাব।

 

* পানিপথের যুদ্ধ এখানে না হলেও আমাদেরও রয়েছে এক হাস্যকর পানিপথ।

নেদারল্যান্ডের পানিপথ।

* একটি ছোট দেশ হিসেবে আমরা আরো উন্নত হতে সবেমাত্র অল্প কিছু উদ্যোগ বাস্তবায়নে হাত দিয়েছি।

bbbb

 

* সমস্ত পৃথিবীর সমুদ্র পরিষ্কার করার দায়িত্বটুকু আমরা নিজেদের কাঁধেই নিয়েছি। খুব কঠিন কাজ বলে মনে হয়, তাই না?

cleaning sea

 

এবং শেষ কথা হলেও কথাটি অল্প নয়। তা হলো, আমরা রসিকতা করতে ভীষণ ভালোবাসি। এবং সেটি হলো উপহাস, যেখানে আমরা যা বলি তার ঠিক উলটোটাই বুঝাই। নেদারল্যান্ডে বাস করা কতটা ভাল বা খারাপ হতে পারে আশা করি বুঝতে পেরেছেন।

– অনুবাদক : তানসীর আলম।

আরও পড়তে পারেন-

কোন বিষয় জাপান কে অনন্য করেছে !

Other Blog Posts

কিছু দৈনন্দিন প্রয়োজনীয় টেকনোলজি

কিছু দৈনন্দিন প্রয়োজনীয় টেকনোলজি লাইফ হ্যাক

কিছু দৈনন্দিন প্রয়োজনীয় টেকনোলজি লাইফ হ্যাক নিয়ে পরামর্শ দিয়েছেন Tabassum Shin; যদি আপনি একটি ‘PDF’ ফাইল ডাউনলোড করেন এবং এর শেষে দেখতে পান, ‘.exe’ লেখা,

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে সেতু- Tallest Railway Bridges in the World

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে ব্রিজসমূহ

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে ব্রিজ গুলি বেশির ভাগ চীনেই পাওয়া যায়। রেলওয়ে ব্রিজগুলি তাদের কাঠামোগত উচ্চতা বা ডেক উচ্চতার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা করা যেতে

[adinserter block="1"]
Donate Sohopathi

Our team is working hard to improve our education sector.

Your small contribution could make a BIG difference.

Donation Amount

Payment Breakdown

You pay 10.00
Fee 5%
Processing fee: 2%
Service fee: 3%
0.5
Net payment 9.5
Share
Facebook
WhatsApp
LinkedIn
Email

Do you donate blood?

Join Rokto Team!
Learn more about Rokto www.rokto.co