কিছু দৈনন্দিন প্রয়োজনীয় টেকনোলজি
[adinserter block="1"]

কিছু দৈনন্দিন প্রয়োজনীয় টেকনোলজি লাইফ হ্যাক নিয়ে পরামর্শ দিয়েছেন Tabassum Shin;

  • যদি আপনি একটি ‘PDF’ ফাইল ডাউনলোড করেন এবং এর শেষে দেখতে পান, ‘.exe’ লেখা, তবে সেটি মুছে ফেলুন। কারণ এটি একটি ভাইরাস।
  • কোনো এয়ারপোর্ট বা হোটেলের ওয়াইফাই ব্যবহারে যদি টাকা দাবী করে, তবে যে কোনো URL –এর শেষে “?.jpg” অংশটি জুড়ে দিন। সাধারণত তারা এক্ষেত্রে কোনো ছবি রিডিরেক্ট করে না।
  • ওয়ার্ড ফাইল ভুলক্রমে বন্ধ করে ফেলেছেন? অটো-সেইভ চালু করা ছিল না? ভাববেন না। ফাইল এক্সপ্লোরারে গিয়ে ‘My/ This PC’ –এর অধীনে ‘.asd’ লিখে সার্চ করুন। আপনার ডকুমেন্টটি ওখানে পাবেন।
  • কীভাবে একটি আর্টিকেল দীর্ঘ করবেন? প্রথমে Ctrl+F চাপুন। সার্চ দিন ‘.’ , এবং ফন্ট সাইজ ১২ থেকে ১৪ করে দিন। এটি দেখতে হুবহু একই দেখাবে এবং এটি আপনার আর্টিকেলটিকে বেশ ভালোভাবে দীর্ঘ করে তুলবে।
  • ওয়ার্ড ফাইলে একটি শব্দকে হাইলাইট করুন এবং Shift+F3 চাপুন। এতে করে আপনি হাইলাইট করা শব্দটিকে বড় হাতের কিংবা ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে পারবেন।
  • যদি আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, তবে URL –এর ‘www.’ এর পর ‘youtube.com’ এর ‘y’ এর আগে ‘ss’ অংশটি যুক্ত করুন।
  • যখন আপনি ইন্টারনেট থেকে কিছু কপি করবেন, তখন সেটি পেস্ট করার জন্যে Ctrl+Shift+V চাপুন। এটি আপনার কপি করা টেক্সটটিকে ফরম্যাটিং করা থেকে বিরত রাখবে।
  • আপনার PowerPoint প্রেজেন্টেশন ফাইলটি PowerPoint Show (.ppsx) ফরম্যাটে সেইভ করুন। এতে করে এটি সরাসরি slideshow হিসেবে চালু হবে।
  • Google থেকে কোনো ছবি কম্পিউটারে সেইভ করতে চাইলে Alt বাটন চেপে রেখে ছবির উপর ক্লিক করলেই তা সেইভ হয়ে যাবে।
  • MyFridgeFood এর ভেতর আপনি আপনার ফ্রিজের মাঝে যা যা আছে, সব রাখতে পারবেন। এবং এটি আপনাকে বলে দিবে ফ্রিজে রাখা আপনার খাবারগুলো দিয়ে কী কী তৈরি করা যাবে।
  • ইউটিউবে কোনো দীর্ঘ লেকচার দেখতে হচ্ছে? Settings অপশনে গিয়ে ভিডিওর গতিকে দ্বিগুণ করে দিন। এতে করে ভিডিওটি একটু দ্রুত হয়ে পড়বে। প্রথমদিকে দেখতে একটু হাস্যকর লাগলেও ভিডিওর বক্তব্যটুকু আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এবং পুরো ভিডিওর প্রকৃত সময়ের অর্ধেকের মাঝেই আপনি ভিডিওটি দেখে শেষ করতে পারবেন।
  • কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন? ফোন করুন 1(334)884 4244 নম্বরে। এটি Auburn University একটি বিশেষ সংযোগ। তারা চেষ্টা করবেন আপনার প্রশ্নটির সম্ভাব্য উত্তরটুকু প্রদানের জন্যে। (আমি নিজে এখনও চেষ্টা করে দেখিনি, আপনারা দেখতে পারেন চেষ্টা করে)।
  • পুরো আর্টিকেল পড়তে অলসতা লাগছে? TLDR নামক Chrome Extensionটি আপনার পঠিতব্য আর্টিকেলটির একটি ছোট ও তড়িৎ সারাংশ তুলে ধরবে।

প্রকৃত কলেজ কোর্স বিনামূল্যে সম্পন্ন করার ওয়েবসাইটসমূহের তালিকা:

১) Coursera
২) MIT open courseware
৩) Open Yale courses
৪) Jhon Hopkins open course
৫) Oxford math open courseware

  • ইউটিউবে কোনো গান বারবার শুনতে চান? তবে গানের শেষে বারবার ‘replay’ তে ক্লিক না করে, ‘youtube এর পরিবর্তে’ ‘listenonrepeat’ অংশটি জুড়ে দিয়ে Enter বাটন চাপ দিন।
  • Twin Strangers হলো এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার ছবি আপলোড দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করা সেই ব্যক্তিদের খুঁজে বের করতে পারবেন, যার চেহারার সাথে আপনার চেহারার সাদৃশ্য রয়েছে।
  • ট্যাটু লাগানোর কথা ভাবছেন? Momentary Ink সাইটটিতে আপনি আপনার ট্যাটু আইডিয়াকে স্থায়ী ট্যাটুতে পরিণত করতে পারবেন। তাই নিজের শরীরে স্থায়ীভাবে কোনো ট্যাটুকে জায়গা করে দেয়ার আগে এই সাইট থেকে ঘুরে আসতে পারেন।
  • যদি আপনি ভুল করে কোনো ট্যাব বন্ধ করে, তবে তা পুনরায় চালু করতে ctrl+shift+t একসাথে চাপুন।
  • স্মার্টফোনে কোনো গেইম খেলার সময় বিজ্ঞাপন এড়াতে ফোনটিকে Airplane mode –এ সুইচ করুন।
  • Account Killer সাইটের মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে কোনো ওয়েবসাইটে জমা হওয়া আপনার ব্যক্তিগত তথ্যগুলো মুছে ফেলতে পারবেন।
  • Documentary Heaven হলো একটি ওয়েবসাইট যেখানে আপনি একশ’র বেশি ডকুমেন্টারি বিনামূল্যে দেখার সুযোগ পাবেন।
  • যদি আপনি আপনার বাড়ির ভেতরেই কোনো অ্যান্ড্রয়েড ফোন হারিয়ে ফেলেন, যেটি vibrate মুডে আছে; তবে Google Play তে গিয়ে Android device manager এর Ring –এ ক্লিক করলেই আপনি সেটি খুঁজে পেতে পারবেন।
  • যদি গণিত করতে গিয়ে আপনি কোনো সমস্যায় পড়ে যান, তবে Wolfram Alpha সাইটে যান। সেখানে যে কোনো ইক্যুয়েশন দিলেই তারা সেটির সমাধান তুলে ধরবে আপনার সামনে।
  • Duolingo সাইট থেকে আপনি স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান এবং পর্তুগিজ ভাষা শিখতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে।
  • কোনো ছবি খুব দ্রুত এডিট করে নেয়া লাগবে? Sumopaint ওয়েবসাইট থেকে আপনি এর একটি অনলাইন ভার্সনে ফটোশপের কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি’তে।
  • কম্পিউটার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? safe mode এ বুট করন (startup এর সময়ে F8 চাপুন), এবং administrator হিসেবে লগইন করুন এবং এরপর পাসওয়ার্ড পালটে ফেলুন।
  • গুগলে আপনি যদি কোনো ফ্লাইট নাম্বার টাইপ করে সার্চ করেন, তবে সেই বিমানটি ঠিক কোন জায়গায় অবস্থান করছে, তা আপনাকে গুগল দেখাবে।
  • স্কুলের প্রবন্ধের জন্যে Google ব্যবহারের পরিবর্তে Google Scholar –এ যান। সেখানে আরো প্রাসঙ্গিক তথ্য আপনি খুব সহজেই খুঁজে পাবেন।

তথ্যসূত্র : Pinterest

– অনুবাদক : তানসীর আলম।

Other Blog Posts

নেদারল্যান্ডে বাস করা

নেদারল্যান্ডে বাস করা কতটা খারাপ?

Quora.com –এ প্রশ্ন করা হয়েছিল, নেদারল্যান্ডে বাস করা কতটা খারাপ হতে পারে? এর একটি চমৎকার উত্তর দিয়েছেন-  Bas Leijser : নেদারল্যান্ড হলো পৃথিবীর মাঝে একটি নরকের

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে সেতু- Tallest Railway Bridges in the World

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে ব্রিজসমূহ

বিশ্বের সর্ববৃহৎ রেলওয়ে ব্রিজ গুলি বেশির ভাগ চীনেই পাওয়া যায়। রেলওয়ে ব্রিজগুলি তাদের কাঠামোগত উচ্চতা বা ডেক উচ্চতার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা করা যেতে

[adinserter block="1"]
Donate Sohopathi

Our team is working hard to improve our education sector.

Your small contribution could make a BIG difference.

Donation Amount

Payment Breakdown

You pay 10.00
Fee 5%
Processing fee: 2%
Service fee: 3%
0.5
Net payment 9.5
Share
Facebook
WhatsApp
LinkedIn
Email

Do you donate blood?

Join Rokto Team!
Learn more about Rokto www.rokto.co