জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে বিশেষ অবদান রেখে চলেছে সংগীত বিভাগ। ইতোমধ্যেই বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ বিশেষ স্থানে অধিষ্ঠিত হয়েছে। সংগীত বিভাগ ২০১৬ সালে ১ম সংগীত উৎসব ও ২০১৭ সালে আন্তর্জাতিক সংগীত উৎসব উদযাপন করে যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা লাভ করে।

সংগীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ২০১৩ সালে ‘ড্রামা এন্ড মিউজিক বিভাগ’ নামে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ৫ জানুয়ারি ২০১৬ থেকে সংগীত বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে । বর্তমানে বিএ (সম্মান) কোর্সে চারটি আবর্তনের শিক্ষা কার্যক্রম চলছে। বিভাগে শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্র সংগীতের দুটি শাখা চালু আছে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে নজরুল সংগীতের শাখাটিও সংযোজিত হচ্ছে। ৬ জন সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এ বিভাগ। তাঁদের মধ্যে একজন পিএইচডি ডিগ্রিধারী। একজন এম.ফিল সম্পন্ন করেছেন এবং তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রমে যুক্ত রয়েছেন। এ বিভাগে স্বনামধন্য শিক্ষকদের দক্ষ এবং কঠোর পরিশ্রমের ফলে বিভাগটি সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রত্যাশা করি, অদূর ভবিষ্যতে দেশ-বিদেশে সংগীত বিভাগের শিক্ষার্থীরা বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

Donate Sohopathi

Our team is working hard to improve our education sector.

Your small contribution could make a BIG difference.

Donation Amount

Payment Breakdown

You pay 10.00
Fee 5%
Processing fee: 2%
Service fee: 3%
0.5
Net payment 9.5
Share
Facebook
WhatsApp
LinkedIn
Email

Do you donate blood?

Join Rokto Team!
Learn more about Rokto www.rokto.co